ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | নিজস্ব প্রতিনিধি
বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা প্রায় ২ মাস টরেন্টোতে থাকার পর যুক্তরাষ্ট্রে গেছেন।
স্থানীয় সময় গত রবিবার এয়ার কানাডার একটি বিমানে তিনি যুক্তরাষ্ট্রে গেছেন বলে জানা গেছে।
এর আগে বিচারপতি সিনহা গত বছরের ১০ নভেম্বর সিঙ্গাপুর থেকে টরেন্টো যান।
এতদিন তিনি ডাউনটাউনে ভাড়া করা একটি বাসায় ছিলেন। এই দুইমাস আত্বীয় স্বজন ছাড়া আর কারো সাথে দেখা করেননি।
এদিকে, যুক্তরাষ্ট্র যাবার প্রাক্কালে টরেন্টোর এক সংবাদমাধ্যমকে এসকে সিনহা জানান, তিনি এখন স্মৃতিকথা লেখার প্রস্তুতি নিচ্ছেন। এজন্য এক প্রবাসী বাঙালির সহায়তাও তিনি নেবেন বলে জানিয়েছেন।