ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | নিজস্ব প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দুই দিনের রোজা রাখার কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বিএনপির সৌদি আরব শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তির জন্য আগামীকাল বৃহস্পতিবার ও পরের দিন শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা রাখার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।”
তিনি মধ্যপ্রাচ্যে অবস্থানরত সর্বস্তরের নেতাকর্মীদের উল্লিখিত দুই দিন রোজা রাখার অনুরোধ জানান।