ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | ডেস্ক রিপোর্ট
মক্কায় পবিত্র উমরাহ পালনের এখন প্রিয় নবীর স্মৃতি বিজরিত মদিনা মুনাওয়ারায় অবস্থান করছেন পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সোমবার তিনি ঐতিহাসিক মসজিদে নববীর সামনে তোলা ছবি ফেসবুকে পোস্ট করেন। মুশফিকের পাঞ্জাবি-টুপি পরা ছবির ক্যাপশন ছিল: ‘মদীনা … আলহামদুলিল্লাহ’।
ফেসবুকে সাড়া জাগিয়েছে মুশফিকুর রহিমের এ ছবি। প্রথম ১০ ঘণ্টায় ৪৬ লক্ষাধিক মানুষ লাইক দিয়ে মুশফিককে শুভ কামনা জানিয়েছেন। এছাড়াও ওই ছবিটিতে ছয় শতাধিক মানুষ নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। চার শতাধিক মানুষ এটি শেয়ার দিয়েছেন।
প্রসঙ্গত, পুত্র সন্তানকে নিয়ে ওমরাহ হজ পালন করতে সৌদি আরবের মক্কা নগরীতে গেছেন মুশফিক।
গত ৩ মে পবিত্র উমরাহ পালনকালে মক্কা শরিফের সামনে ছেলেকে কোলে নিয়েই ছবি পোস্ট করেন তিনি।