হজ্ব কাফেলা
মাহদী আল মাহের
সাদা কাপড় গায়ে জড়িয়ে
কাবার পথে হাজী,
আল্লাহ তা’আলা যাদের প্রতি
হয়ে আছেন রাজি।মনের আশা পূর্ণ হবে
কাবার জিয়ারতে,
তাই তো সবাই দলে দলে
ছুটছে কাবার পথে।হাজির হাজির ধ্বনি সবার
মুখে মুখে তুলে,
যুবক তরুণ সব হাজীরাই
বলছে যে মন খুলে।ও হাজী ভাই, যাও শুনে যাও
মনের ব্যথা আজি,
আল্লাহ তা’আলা করলে কবুল
আমিও হবো হাজী।