
আফগানিস্তানে করোনভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে।
রবিবার (২২ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহেদুল্লাহ মায়ার এ তথ্য জানান।
তিনি বলেন, আফগানের উত্তর বলখ প্রদেশে করোনাভাইরাসে সংক্রমণ হয়ে ৪০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছে।
মায়ার আরো বলেন, পশ্চিম হেরত প্রদেশ থেকে করোনাভাইরাস সন্দেহজনক সন্দেহজনক লক্ষণ নিয়ে আরও এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে সোমবার তার পরীক্ষার ফলাফল জানা যাবে।
উল্লেখ্য,আমেরিকা ভিত্তিক জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংকলিত তথ্য অনুযায়ী, করোনাভাইরাস গত ডিসেম্বরে চীনের উহান শহরে উদ্ভূত হয়েছে। ইতিমধ্যে রোগটি কমপক্ষে ১৬৯ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এবং আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ১৩ হাজারের অধিক লোক।
সূত্র: আনাদুলো এজেন্সি