
কাঁচা ধান কেটে আওয়ামী লীগ নেতারা জাতির কাছে তামাশার পাত্র হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ।
রবিবার (০৩ মে) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, করোনা মোকাবেলায় রোডম্যাপ প্রকাশ, সেনাবাহিনীর নেতৃত্বে ত্রাণ বিতরণ ও খাদ্য ঝুঁকি নিয়ে প্রস্তাবনা দেওয়া হলেও সরকার তাতে গুরুত্ব দিচ্ছে না। আমরা বলেছি, জাতীয় ঐক্যে গড়ে ওঠলে সম্মিলিত প্রয়াস ও মনোবল আরো শক্তিশালী হবে এবং দুর্যোগ থেকে উত্তরণ সহজ হবে।
তিনি বলেন, ভয়াবহ সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য অনিবার্য। কিন্তু সরকার জাতীয় ঐক্য প্রত্যাখ্যান তো করেছেই, সেই সাথে উপহাসও করছে।
রিজভী তথ্যমন্ত্রী প্রসঙ্গে বলেন, ধানক্ষেতে যতো না আওয়ামী লীগ নেতার উপস্থিতি তার চেয়ে ক্যামেরার সংখ্যাই বেশি। বিএনপি তো আর সরকারি ত্রাণের লুটপাটের উৎসবের সঙ্গে জড়িত নয়, তাই তথ্যমন্ত্রীর বিএনপির ত্রাণ কার্যক্রম চোখে পড়ছে না।
তিনি আরও বলেন, ফটোসেশন করতে গিয়ে আওয়ামী লীগ নেতারা পাকা ধানের বদলে কাঁচা ধান কেটে জাতির কাছে যে তামাশার পাত্র হয়েছেন, সেটি বেমালুম ভুলে যান তথ্যমন্ত্রী।