
জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তার ১৭ মিনিটের ভাষণে চীনের বিরুদ্ধে একটি কথাও বলেননি তিনি।
পুরো ভাষণ ছিল বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস নিয়ে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে তার এ ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়।
গত ১৫ জুন লাদাখে চীনা সেনাবাহিনীর হামলায় ভারতীয় ২০ সেনা নিহত হয়, আহত হয় আরও প্রায় শতাধিক।
যদিও রোববার ‘মন কি বাত’ রেডিও অনুষ্ঠানে মোদি বলেছিলেন, লাদাখে ভারতীয় ভূখণ্ডে যাদের নজর পড়েছে, তাদের যোগ্য জবাব দেওয়া হয়েছে।
মোদি আরও বলেন, ভারত যেমন বন্ধুত্ব করতে জানে, তেমন শত্রুদের জবাব দিতেও জানে। আমাদের সাহসী জওয়ানরা নিশ্চিত করেছে, মাতৃভূমিকে আক্রমণে কাউকে ছাড় দেবে না।