কাউন্সিলর ময়নুল হক মঞ্জু ১০ দিনের রিমান্ডে
নভেম্বর ১, ২০১৯ নিজস্ব প্রতিনিধিঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক ওরফে মঞ্জুকে ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
আজ শুক্রবার (০১ নভেম্বর) বিকেলে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন।
এর আগে ওয়ারী থানা পুলিশ কাউন্সিলর ময়নুল হক ও তার গাড়িচালক সাজ্জাদকে আদালতে হাজির করে। ময়নুলকে অস্ত্র ও মাদক মামলায় সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আর সাজ্জাদকে মাদক মামলায় সাত দিন রিমান্ডের আবেদন করে পুলিশ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান আদালতকে বলেন, আসামি ময়নুল হক একজন কাউন্সিলর। তিনি একজন জনপ্রতিনিধি। অথচ একজন জনপ্রতিনিধির হাতে অস্ত্র ও মাদক। এটি কাম্য নয়। এই অস্ত্র ও মাদকের উৎস এবং আসামির সহযোগীদের খুঁজে বের করার জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অতি জরুরি।
কাউন্সিলর ময়নুল হক শুনানির সময় আদালতের কাছে দাবি করে বলেন, তিনি মাদক ব্যবসার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। তাঁকে যেসব মামলা দেওয়া হয়েছে, তা মিথ্যা মামলা। তাঁকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। তিনি ষড়যন্ত্রের শিকার।
সর্বশেষ সংবাদ
বিএনপির এক দফা রফা হয়ে গেছে : নাসিম
রাখাইনে ফের আগুন, আতঙ্কে রোহিঙ্গারা
বিএনপিতে সরকারের এজেন্ট ঢুকেছে : মির্জা ফখরুল
ইসরাইলি গবেষণা জাহাজের অপতৎপরতা রুখে দিল তুর্কি জাহাজ
আগামীকাল বাংলাদেশে আসছেন লন্ডন আল আকসা মসজিদের খতিব
আমেরিকা জাতিসংঘ সনদের লঙ্ঘন করছে: মাহাথির
গ্রাম পুলিশকে চতুর্থ শ্রেণির পদমর্যাদা দেওয়ার নির্দেশ
বঙ্গবন্ধুকন্যার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দিতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী