কাশ্মীরে ঈদের নামাজের পর কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ
আগস্ট ১২, ২০১৯ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | মুসলিম বিশ্ব ডেস্ক
ভারতের জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে সোমবার ঈদুল আজহার দিনেও যাতে কোনো ধরনের বিক্ষোভ না হতে পারে সেজন্য ভারতীয় বাহিনীর অবরোধ জারি ছিল।
কিন্তু তা সত্ত্বেও ঈদুল আজহার নামাজ আদায় শেষে শ্রীনগরসহ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় নারী-পুরুষ নির্বিশেষে প্রতিবাদ ও বিক্ষোভে অংশ নিয়েছেন কাশ্মীরিরা।
ঈদের দিনে ভারতীয় সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতি সত্ত্বেও রাস্তায় নামেন কাশ্মীরিরা। ‘আমরা স্বাধীনতা চাই, আমরা পাকিস্তান বা ভারতের অধীন নই’ বলে তারা সেখানে স্লোগান দেন।
সৌরার জিনাব সাহিব মাজারের কাছে ঈদের নামাজের পর যে বিক্ষোভ মিছিলটি বের হয় সেখানে ১৮ বছর বয়সী আসিফাও অংশ নেন। আসিফা বলছিলেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ায় আমাদের লাভ হবে বলে মোদি জনগণের সঙ্গে মিথ্যাচার করছেন। আমরা শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এর প্রতিবাদ করে যাব।
বিক্ষোভে ভারত বিরোধী স্লোগানই দেওয়া হচ্ছিল এবং কিছু কিছু পাকিস্তানপন্থী স্লোগানও উঠছিল।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের নজরদারি করতে মাথার ওপর দিয়ে ভারতীয় বাহিনীর হেলিকপ্টার উড়ে বেড়াচ্ছিল, কিন্তু গগনবিদারী স্লোগান হেলিকপ্টারের শব্দকেও ম্লান করে দিচ্ছিল।
সর্বশেষ সংবাদ
বিএনপির এক দফা রফা হয়ে গেছে : নাসিম
রাখাইনে ফের আগুন, আতঙ্কে রোহিঙ্গারা
বিএনপিতে সরকারের এজেন্ট ঢুকেছে : মির্জা ফখরুল
ইসরাইলি গবেষণা জাহাজের অপতৎপরতা রুখে দিল তুর্কি জাহাজ
আগামীকাল বাংলাদেশে আসছেন লন্ডন আল আকসা মসজিদের খতিব
গ্রাম পুলিশকে চতুর্থ শ্রেণির পদমর্যাদা দেওয়ার নির্দেশ
বঙ্গবন্ধুকন্যার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দিতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী
ভারতে চাকরির অভাবে অনেকেই এখন বাংলাদেশে প্রবেশ করছে: পররাষ্ট্রমন্ত্রী