
কিশোরগঞ্জের করিমগঞ্জে বাজারে আগুন লেগে ২৩ টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় জানান, আজ সকাল ৭টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে একটি দোকানে আগুনের লেগে মুহূর্তেই আগুন ছড়িয়ে যায় আশপাশের দোকানগুলোতে। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও তাড়াইল থেকে ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় পৌনে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।