
নভেল করোনাভাইরাসের অচলাবস্থার মধ্যে উপার্জন হারানো চট্টগ্রামের বস্তিবাসীরা ত্রাণের দাবিতে ফের সড়কে নেমে বিক্ষোভ দেখিয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে আকবার শাহ থানার নিউ মনসুরাদ থেকে কর্নেল হাট পর্যন্ত এলাকায় রাস্তার দুই পাশে বিক্ষোভ করে কয়েকশ বস্তিবাসী।
আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন,তাদের দাবি বিভিন্ন সংস্থা ও সরকার ত্রাণ বিতরণ করলেও তারা কিছু পাননি এখনও।
তিনি আরও বলেন, আমরা তাদের বলেছি, স্থানীয় কাউন্সিলর যে তালিকা প্রস্তুত করছে সেখানে যেন তারা অন্তর্ভুক্ত হয়। কিছু সময় পর তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
আগের দিন বিকালে নগরীর বড়পুল এলাকায়ও ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে কয়েকশ বস্তিবাসী।