
| মাহবুব শাহীন
করোনাভাইরাস গোটা বিশ্বে এক আতঙ্কের নাম। চীনের উহান থেকে উৎপত্তি হয়ে ভাইরাসটি ইতিমধ্যে ১৯৯টি রাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। আজ শনিবার (২৮ মার্চ) দুপুরে এ প্রতিবেদন লিখা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ৫লাখ আটানব্বই হাজার ৩২ জন। মৃত্যু বরণ করেছে ২৭ হাজার তিনশত ৭১ জন। এবং এখনো আক্রান্ত আছে ৪লাখ সাঁইত্রিশ হাজার দুইশত ৭০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ১লাখ তেত্রিশ হাজার তিনশত ৯১ জন।
আক্রান্তের দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছে বিশ্বের সুপার পাওয়ার দেশ আমেরিকা। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১লাখ চার হাজার দুইশত ৫৬জন। এ পর্যন্ত মারা গিয়েছে ১হাজার সাতশত ৪জন। এবং সিরিয়াস অবস্থায় রয়েছে ২হাজার চারশত ৯৪ জন রোগী।
গত বছরের শেষের দিকে করোনায় প্রথম আক্রান্ত হয় চীন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮১ হাজার তিনশত ৯৪ জন। যেখানে মৃত্যু হয়েছে ৩ হাজার দুইশত ৯৫ জনের। তবে মৃত্যুর সংখ্যার দিক থেকে চীনকে ছাড়িয়ে গেছে ইতালি। ইতিমধ্যে দেশটিতে ৮৬ হাজার চারশত ৯৮ জন আক্রান্তের মধ্যে ৯হাজার একশত ৩৪জন মারা গেছেন।