
ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | আরিফ মুসতাহসান
জর্ডানের রয়্যাল ইসলামিক স্ট্রেটেজিক স্টাডিজ সেন্টার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ২০২০ সালের ‘মুসলিম ম্যান অফ দি ইয়ার’ অর্থাৎ বর্ষসেরা মুসলিম খেতাবে ভূষিত করেছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সেরা ৫০০ জন মুসলিমদের মাঝে ইমরান খান সেরা নির্বাচিত হয়েছেন।
এই এওয়ার্ডের নির্বাচক আমেরিকান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এস আব্দুল্লাহ বলেন, ১৯৯২ সালে ইমরান খান বিশ্বকাপ জয়ী নেতা ছিলেন। কিন্তু বর্তমানে তিনি আগের সুখ্যাতিকেও ছাড়িয়ে গেছেন। তিনি ক্যান্সার রোগীদের জন্য হাসপাতাল নির্মাণ, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন এবং প্রতিবেশী দেশ ভারতের সাথে শান্তি রক্ষায় জোড়ালো ভূমিকা পালন করেছেন।
উল্লেখ্য, একসময়ের বিশ্বকাপজয়ী ইমরান খান ২০১৮ সালের আগস্টে পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা লাভ করেন। ক্ষমতায় আসার পর ২২ গজের ক্রিজের মতো রাজনীতিতেও বিচক্ষণতার সাথে এগিয়ে যাচ্ছেন। তার কিছু গৃহীত পদক্ষেপের কারনে তিনি দিনদিন জনপ্রিয় হয়ে উঠছেন।
Jordan’s Royal Islamic Strategic Studies Center named Prime Minister Imran Khan as its ‘Man of the Year’ in its recent list of the most persuasive Muslims in the world. @ImranKhanPTI desire for peace with neighboring India earned him the title 🇵🇰https://t.co/OVflHmiWmk pic.twitter.com/IM6hbaaHx2
— PTI (@PTIofficial) October 8, 2019