
পঞ্চগড় সদর উপজেলার চাঁনপাড়া কৃষক সমবায় সমিতি দরিদ্র ও দুস্থ চাষিদের ত্রাণসামগ্রী প্রদান করেছে।
সোমবার (০৪ মে) বিকেলে চানপাড়া এলাকায় সমিতির কার্যালয় চত্বরে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ওই এলাকার কৃষকদের নিয়ে গড়ে ওঠা সমিতি দেড়শ চাষির মাঝে এ খাদ্যসামগ্রী তুলে দেয়। এ সময় প্রত্যেকের হাতে চাল, ডাল, আলু এবং শাক সবজির প্যাকেট দেওয়া হয়। জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট চাষিদের হাতে ত্রাণসামগ্রীর প্যাকেট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জল, চানপাড়া কৃষক সমবায় সমিতির সভাপতি সুভাস চন্দ্র রায়, সাধারণ সম্পাদক হনু বর্মন প্রমুখ।