
চিকিৎসা শেষে হাটহাজারী মাদরাসায় ফিরেছেন হেফাজতে ইসলামের আমীর ও হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।
আজ রোববার দুপুর তিনি হেলিকপ্টারযোগে তিনি হাটহাজারী পৌঁছান।
হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ইনসাফকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১১ এপ্রিল আল্লামা শফীকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৪ এপ্রিল সেখান থেকে হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হয়। ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে আল্লামা শাহ আহমদ শফী চিকিৎসা নেন।