
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একজন অধ্যাপক ও একটি বিভাগের চেয়ারম্যান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস শনাক্তকরণে চালু হওয়া ল্যাবরেটরিতে বুধবার ওই অধ্যাপকের করোনাভাইরাস ধরা পড়ে।
অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘তিনি আমাদের এখান থেকে আক্রান্ত হননি। তিনি বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। আমরা ইতিমধ্যে বলেছি, গত কয়েকদিনে তার সংস্পর্শে যারা যারা এসেছিলেন, তাদের সবাইকে আইসোলেশনে পাঠানোর জন্য।’
তিনি বলেন, ‘হাসপাতালটি লকডাউন। এখানে তো রোগী রয়েছে।আমাদের পলিসি হচ্ছে—তার কক্ষ থেকে যেসব জায়গায় তিনি গিয়েছেন, সেসব কক্ষ ডিজইনফেক্ট করব।’