
ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | আরিফ মুসতাহসান
চট্টগ্রামে করোনা আক্রান্তদের দাফন কাফন সম্পন্ন করতে লালখান বাজার মাদরাসার নির্বাহী পরিচালক মুফতি হারুন ইজহার-এর সার্বিক তত্বাবধানে বিশেষ টীম গঠন করা হয়েছে।
এতে আলেমসমাজ, ইমাম-মুয়াজ্জিন ও দ্বীনি ধর্মপ্রাণ সাধারণ মানুষ করোনা আক্রান্তদের দাফন কাফনে মানবতার সেবায় নিরলস কাজ করে যাচ্ছে।
গতকাল (২০ মে) এই টীম বাইতুশ শরফের পীর মাওলানা শাহ কুতুবউদ্দিন এর গোছল, দাফন- কাফন সম্পন্ন করেছে।
কিছুদিন পূর্বে করোনা উপসর্গে মৃত্যুবরণকারী চট্টগ্রাম মহানগরীর আওয়ামীলীগ নেতা মরহুম হোসাইন মোরাদের গোসল-কাফন-দাফনের কাজও এই টীম আঞ্জাম দিয়েছে।
এছাড়াও এই স্বেচ্ছাসেবক কাফেলা ইতিমধ্যে করোনা উপসর্গে মৃত সাধারণ জনগণের পাশাপাশি সেলিব্রিটি পর্যায়ের অনেক মৃত ব্যাক্তিদেরও গোসল- কাফন- দাফনে অংশগ্রহণ করেছে।