ভারতের মধ্যপ্রদেশে আড়াই কিলোমিটার পথ পায়ে হেঁটে এক হিন্দু বৃদ্ধা নারীর সৎকার সম্পন্ন করেছেন স্থানীয় মুসলমান তরুণরা।
ইন্দোরে দীর্ঘ রোগভোগের পর সোমবার (৬ এপ্রিল) ৬৫ বছর বয়সী ওই হিন্দু নারী মারা যান। করোনা আতঙ্কে তার স্বজনদের প্রায় কেউই শেষকৃত্য সম্পন্ন করার কাজে এগিয়ে আসেন নি। এ অবস্থায় প্রতিবেশী মুসলমান তরুণরা এগিয়ে আসেন। তারা মরদেহের খাটিয়া বহন করে নিয়ে যান শ্মশানে। তাদের সঙ্গে ছিলেন মৃত নারীর দুই ছেলে।
গত মাসের ২৪ তারিখ থেকে গোটা ভারতে করোনার লকডাউন চলায় শবযাত্রার জন্য গাড়ি যোগাড় করা এ সব তরুণের পক্ষে কোনও ভাবেই সম্ভব হয় নি। শেষপর্যন্ত মুখে সুরক্ষা মাস্ক পড়ে লাশ কাঁধে নিয়ে পায়ে হেঁটে এ সব তরুণ পাড়ি দেন আড়াই কিলোমিটার পথ।
কংগ্রেসের প্রবীণ নেতা এবং সাবেক মুখ্যমন্ত্রী কমল নাথ হৃদয়বান এবং মানবিক গুনের অধিকারীর এ সব তরুণের কর্মতৎপরতার প্রশংসা করে বলেন, ভারতীয় সমাজের জন্য এ সব তরুণ এক উজ্জ্বল উদাহরণ তৈরি করল।
সূত্র: পার্সটুডে