মিয়ানমারের সামরিক কলেজে বিদ্রোহীদের হামলা, নিহত ১৫
August 15, 2019ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমারের উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর একটি কলেজসহ ৫ স্থানে হামলা চালিয়েছে স্থানীয় বিদ্রোহীরা।
এ হামলার ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) এ হামলা চালানো হয়। নিহতদের বেশিরভাগ সামরিক বাহিনীর সদস্য।
দেশটির উত্তরাঞ্চলের সামরিক কলেজসহ সরকারের পাঁচ স্থাপনায় হামলা চালানো হয়।
স্থানীয় তিনটি বিদ্রোহী সংগঠনের জোট নর্দান অ্যালায়েন্সের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে বিবৃতি দেওয়া হয়েছে।
কয়েক দশক ধরেই শান রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই চলছে। সংখ্যালঘু নৃগোষ্ঠীগুলোর অধিক স্বায়ত্বশাসনের লক্ষ্যে বেশ কয়েকটি গোষ্ঠী এখানে লড়াই করছে।
হামলার দায় স্বীকার করে শান রাজ্যের পালাউংয়ের সশস্ত্র গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) মুখপাত্র মং এইকে কিয়াও জানিয়েছেন, টিএনএলএ, আরাকান আর্মি এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কোনো চুক্তি সই করেনি।
তিনি আরও বলেন, এ অঞ্চলে সামরিক চাপ কমানোর উদ্দেশে হামলা চালানো হয়েছে।
সর্বশেষ সংবাদ
সেই কোটিপতি পিয়ন আটক
পুলিশ কর্মকর্তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের লাশ উদ্ধার
আদালতে বিএনপির তৈরি অস্থিরতা ক্ষমার অযোগ্য: ওবায়দুল কাদের
কাশ্মীরে ভারতীয় আগ্রাসন : এবার বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া চলবে : হাউস স্পিকার
ইসরায়েলকে গোলান মালভূমি ছাড়তে হবে : জাতিসংঘ
গণতন্ত্র মুক্তি দিবস আজ
ভারতে এনআরসি আতঙ্কে আরও একজনের আত্মহত্যা