
ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | ডেস্ক রিপোর্ট
করোনা মহামারীতে সারাদেশ লকডাউন অবস্থায় দরিদ্র ও কর্মহীন মানুষের দুর্দিনে তাদের প্রতি সহানুভূতির হাত বাড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম।
তিনি অসহায় কর্মহীন মানুষ ও মধ্যবিত্তের মানুষের দুর্যোগপূর্ণ মুহুর্তে দুইমাসের বাড়ী ভাড়া মওকুফ করার আহ্বান জানান। সেইসাথে সরকারের প্রতি পানি, বিদ্যুৎ ও গ্যাস বিলও মওকুফের দাবি করেন।
আজ শনিবার সকালে বরিশালের চরমোনাই’র বাসভবনে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের দুর্যোগ ও দূরাবস্থার কথা শুনে চরমোনাই পীর এ আহ্বান জানান।
এ সময় নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম ও চরমোনাই ইউনিয়ন চেয়ারম্যান মুফতী এছহাক মুহাম্মদ আবুল খায়ের উপস্থিত ছিলেন।
চরমোনাই পীর বলেনন, লকডাউনের সুযোগে এক শ্রেণির ইসলামবিদ্বেষী সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে অশ্লীলতাকে উস্কে দিচ্ছে। যার ফলে যুব সমাজ চরম চারিত্রিক অবক্ষয়ে নিপতিত হবে। অবিলম্বে এধরণের অশ্লীলতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।