
মুন্সীগঞ্জে নতুন করে আরও ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৫ জনে।
শনিবার (১৬ মে) সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১০৮ জনের নমুনা থেকে নতুন করে ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এর মধ্যে গজারিয়া উপজেলায় সর্বাধিক ৫ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়।
এছাড়া জেলা সদরে ৩ জন, সিরাজদীখানে ২ জন ও টঙ্গীবাড়ী উপজেলায় ১ জনের দেহে করোনা শনাক্ত হয়।
সরকারি হিসাব অনুযায়ী, শুক্রবার নাগাদ দেশে ২০ হাজার ৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২৯৮ জন।