
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় কানাইঘাটের এক ব্যক্তি মারা গেছেন।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
মারা যাওয়া ব্যক্তির বাড়ি কানাইঘাট পৌরসভার বায়ুমপুর গ্রামে। তার বয়স ৩৫। তিনি একজন পুরুষ।
তিনি গতরাতে (শুক্রবার) কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শামসুদ্দিন হাসপাতালে এসে ভর্তি হন।
সুশান্ত কুমার মহাপাত্র বলেন, মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। সিলেটে আসার আগেই কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। বর্তমানে স্যাম্পল ল্যাবে আছে। পরীক্ষার ফলাফল আজ রাত অথবা আগামীকাল পাওয়া যাবে।