
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের মদিনায় এক বাংলাদেশি চিকিৎসক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহিরাজিউন)।
মঙ্গলবার সকালে আফাক হোসেন নামে ওই চিকিৎসক মারা যান।
ডা. আফাক হোসেন প্রায় দুই দশক ধরে মদিনায় সাফা আল-মদিনা ক্লিনিকে কর্মরত ছিলেন।
তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজের সাবেক ছাত্র। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন তিনি। ডা. আফাক ছিলেন ওই মেডিকেলের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী।
এর আগে গত ২৪ মার্চ তিনি মদিনার আল জাহরা হাসপাতালে আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সোমবার হাসপাতাল থেকে এ বিষয়ে বাংলাদেশের জেদ্দা কনস্যুলেটকে জানানো হয়।