
হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় একদিনেই ১০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় তাদের রিপোর্ট পজেটিভ আসে। তাদের মধ্যে একজন চিকিৎসক ও নার্স।
সোমবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে তাদের বিষয়টি নিশ্চিত করা হয় বলে জানান হবিগঞ্জের সিভিল সার্জন ডা. কে এম মুস্তাফিজুর রহমান।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে ৮ জন পুরুষ এবং ২ জন নারী। এদের মধ্যে লাখাই উপজেলায় ৩ জন, বানিয়াচংয়ে ৩ জন, বাহুবলে ১ জন, আজমিরীগঞ্জে ২ জন ও চুনারুঘাটে ১ জন শনাক্ত হয়েছেন।
এই আক্রান্তদের মধ্যে দুইজনের বাড়ি কুমিল্লা জেলায়; যারা চলতি মৌসুমে ধান কাটার জন্য হবিগঞ্জ এসেছেন। এছাড়া আক্রান্ত বাকি ৮ জন সম্প্রতি ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে গ্রামের বাড়িতে এলাকায় ফিরেছেন।
গত ১১ এপ্রিল হবিগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। যিনি নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরেছিলেন। নতুন শনাক্ত ১০ জনকে নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১১ জন। সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষা হয়। এদের মধ্যে হবিগঞ্জের ১০ জন ছাড়া বাকি সবার রিপোর্ট নেগেটিভ আসে।