রবিবার | ৭ ডিসেম্বর | ২০২৫

পাকিস্তানের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার পেলেন মাওলানা তারিক জামিল

দাওয়াতে তাবলীগের অন্যতম মুরুব্বী, বিশ্ববরেণ্য দায়ী মাওলানা তারিক জামিলকে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্মাননা ‘প্রাইড অব পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এ ভূষিত করেছে দেশটির ইমরান খান সরকার।

মঙ্গলবার (২৩ মার্চ) পাকিস্তান দিবসে দেশটির রাষ্ট্রপতি ডা. আরিফ আলভি এ সম্মাননা পুরস্কার প্রদান করেন।

পাকিস্তান দিবসে মাওলানা জামিল ছাড়া ‘প্রাইড অব পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ এ ভূষিত হয়েছেন হুমায়ুন সাইদ, সাকিনা সামো ও শিল্পী আলী জাফর প্রমুখ।

এছাড়াও প্রয়াত কবি আহমেদ ফরাজকে নিশান-ই-ইমতিয়াজ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

শিল্প-সাহিত্য, খেলাধুলা, বিজ্ঞান ও শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতির জন্য প্রতিবছর পাকিস্তান সরকার সর্বোচ্চ সম্মাননা পুরস্কার ‘প্রাইড অব পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান করে থাকে।

মাওলানা তারিক জামিল ১৯৫৩ সালের ১ জানুয়ারি পাকিস্তানের মিয়া চান্নুতে জন্মগ্রহণ করেন। তিনি লাহোরের সরকারী কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তিনি জামেয়া আরব, রায়উইন্ড থেকে ইসলামী শিক্ষা লাভ করেন, সেখানে তিনি কুরআন, হাদীস, যুক্তি এবং ইসলামী আইনশাস্ত্র নিয়ে অধ্যয়ন করেন।

দাওয়াতে তাবলীগের এ মুরুব্বী ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত জর্দানের রয়্যাল আল আল-বাইত ইনস্টিটিউট ফর ইসলামিক থট কর্তৃক বিশ্বের ৫০০ জন প্রভাবশালী মুসলমানদের মধ্যে একজন হিসাবে নির্বাচিত হন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img