ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন আমীর আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী ও মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী।
শুক্রবার (১৭ জুলাই) সংবাদমাধ্যমে প্রেতি এক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃদ্বয় বলেছেন, ড. ইমাজউদ্দীন ছিলেন একজন সৎ ও আদর্শবান ব্যক্তি। তিনি আজীবন ন্যায় ও ইনসাফের সুশাসন
প্রতিষ্ঠায় এবং রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রেখে গেছেন। আমরা মহান আল্লাহ তা‘আলার দরবারে মরহুমের রূহের মাগফেরাত
কামনা এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।