
আয়াসোফিয়ায় নামাজ আদায়ের প্রস্তুতি চলছে জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের মুখপাত্র বলেছেন, ”আয়াসোফিয়ার ঐতিহাসিক মোজাইকগুলো সংরক্ষণ করা হবে, যেমনভাবে গত ৫০০ বছর ধরে সংরক্ষিত রয়েছে।”
ইব্রাহিম কালিন তুর্কি নিউজ চ্যানেল এনটিভিকে দেয়া সাক্ষাৎকারে বলেন, মূল কথা হচ্ছে ঐতিহাসিক এই স্থাপনাটির গঠন, মোজাইক, চিত্রকলায় কোন ধরণের পরিবর্তন আনা হবে না।
কালিন আরো বলেন, বর্তমানে আমরা নামাজের সময় চিত্রকলা পর্দা দিয়ে ঢেকে দেওয়ার কাজ করছি।
আয়াসোফিয়ায় ২৪ জুলাই শুক্রবার প্রথম নামাজ আদায়ের প্রস্তুতি চলছে।
আয়া সোফিয়ার প্রথম নামাজে কি পরিমাণ লোক উপস্থিত হতে পারে সে সম্পর্কে কিছু বলেননি কালিন। তবে তিনি জানান, করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্বের নিয়মগুলো আয়া সোফিয়ায়ও প্রয়োগ করা হবে।
গত সপ্তাহে, তুরস্কের শীর্ষ আদালত ১৯৩৪ সালের তৎকালীন মন্ত্রিসভার আদেশ বাতিল করে দেয়। এতে করে আয়াসোফিয়াকে জাদুঘর থেকে মসজিদ হিসেবে রূপান্তরিত করার পথে আর কোনও বাঁধা থাকলো না।
ইয়েনি শাফাক