ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | সোহেল আহম্মেদ
পবিত্র ঈদুল আজহায় বাংলাদেশসহ ২২ টি দেশ ও অঞ্চলে কুরবানির গোস্ত বিতরণ করবে তুরস্ক ভিত্তিক একটি দাতব্য সংস্থা। এছাড়াও ঈদুল আজহা উপলক্ষে ১০ হাজার অনাথকে নতুন পোশাক এবং কিছু আর্থিক সহায়তা প্রদানের পরিকল্পনাও করেছে এ সংস্থাটি।
ডেনিজ ফেনেরি এসোসিয়েশনের চেয়ারম্যান মেহমেট কেনজিজ জানান, তুরস্কের দাতব্য সংস্থাগুলি গত ২০১৯ সালে ১০ হাজারটি কুরবানির গোস্ত বিতরণ করেছিলেন। তবে এ বছর এই সংখ্যাটি বাড়ানো হবে। এই গোস্ত বিতরণোর ক্ষেত্রে শরণার্থী শিবির, যুদ্ধবিধ্বস্ত ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ অঞ্চল, দীর্ঘকালীন ক্ষুধা ও দারিদ্র্যে ভুক্তভোগী মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে। সেইসাথে প্রবীণ, অনাথ এবং বিধবাদেরও অগ্রাধিকার দেওয়া হবে।
কেনজিজ আরো জানান, এ বছর বিশেষ করে সিরিয়া, ফিলিস্তিন, সোমালিয়া, কেনিয়া, ইয়েমেন, বাংলাদেশ এবং আরাকানকে (রোহিঙ্গাদের আবাসস্থল) অগ্রাধিকার দেওয়া হবে। দাতব্য সংস্থার স্বেচ্ছাসেবীরা বিভিন্ন দেশে পশু জবাই করবেন এবং অভাবীদের মধ্যে বিতরণ করবেন। যে সমস্ত দেশে স্বেচ্ছাসেবীরা পৌঁছাতে অক্ষম সেখানে ডেনিজ ফেনারি স্থানীয় সংস্থাগুলির সাথে সমন্বয় করে কাজ করবে। তবে কুরবানির সমস্ত পশুকে ইসলামী নিয়ম মেনেই জবাই করা হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি