
ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | মুহাম্মাদ জিন্নুরাইন
আরাফা থেকে মুজদালিফায় পৌঁছেছেন হাজ্বীগণ। মাগরিবের পর তাদের ভিআইপি বাসে করে মুজদালিফায় নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য বিধির প্রতি লক্ষ্য রেখে কাউকেই পায়ে হেঁটে মুজদালিফায় যেতে দেওয়া হয়নি।
হাজ্বীগণ ৯ জিলহজ্ব ফজরের পর মিনা থেকে আরাফায় এসেছেন। এবং সেখানে হজ্বের খুতবার মাধ্যমে হজ্বের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে জোহর এবং আসর নামাজ একসাথে আদায় করেন এবং দু’আ ইবাদাতে মশগুল থাকেন।
সূর্যাস্তের পর হজ্বযাত্রীরা আরাফার থেকে মাগরীবের নামাজ না পড়ে মুজদালিফার উদ্দেশ্যে রওয়ানা হোন। ওয়াজিব হিসাবে তাঁরা মাগরিব ও ইশার নামাজ মুজদালিফায় আদায় করবেন। অতঃপর রাত্রিযাপন শেষে আগামিকাল ১০ তারিখ সুবহে সাদিক থেকে চতুর্দিকে ফর্সা হওয়া পর্যন্ত হাজ্বীরা অবস্থান করবে (ওয়াজিব হিসাবে)।
মুজদালিফায় অবস্থানকালে হাজ্বীরা পরদিন জামারার জন্য কংকর একত্রিত করবেন। ১০তারিখ আসমান পূর্ণ ফর্সা হবার পর হাজ্বীরা মিনায় স্বীয় তাবুতে ফিরে আসবে অথবা সরাসরি জামারাতে কংকর নিক্ষেপের উদ্দেশ্যে গমন করবে।