ইনসাফ টোয়েন্টিফোর ডটকম | সোহেল আহম্মেদ
বিস্ফোরণের ঘটনায় বৈরুত বন্দরের ১৬ কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে লেবানন কর্তৃপক্ষ। খবর আনাদোলু এজেন্সি’র।
বৃহস্পতিবার (৬ আগষ্ট) স্থানীয় গণমাধ্যমে বিষয়টি প্রচার করা হয়েছে।
রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) দ্বারা সম্প্রচারিত সামরিক আদালতের একটি বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণ হওয়ার পরে মঙ্গলবার থেকে যে তদন্ত চলছে তার অংশ হিসাবে শ্রমিকদের আটক করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, তদন্তের অংশ হিসাবে বন্দর নির্বাহী বোর্ডের কর্মকর্তা, শুল্ক অফিস কর্তৃপক্ষ, রক্ষণাবেক্ষণ কর্মী ও যে গুদামে বিস্ফোরণ ঘটেছে সে গুদামের
শ্রমিকসহ ১৮ জনের বক্তব্য নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের একটি বন্দরে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ১৩৫ জন মারা গেছে এবং প্রায় ৫ হাজার জন আহত হয়েছে।