
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে উৎসর্গ করে “যুগের কাণ্ডারি” শিরোনামে একটি নতুন সংগীত পরিবেশন করেছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব (একাংশ)।
আজ মঙ্গলবার (২৩ জুন) সংগঠনটির ইউটিউব চ্যানেল “কলরব টিভি” থেকে সঙ্গীতটি প্রচারিত হয়।
মাহদী হাসান ফরাজীর স্বরচিত সংগীতটিতে সুর ও কন্ঠ দিয়েছেন কলরব একাংশের পরিচালক সিনিয়র শিল্পী আবু সুফিয়ান।
সংগীতটি রেকর্ড করেছে সুরকেন্দ্র স্টুডিও এবং সাউন্ড ইঞ্জিয়ার হিসেবে ছিলেন ইসতিয়াক আহমাদ। ভিডিএ ধারন করেছেন আহনাফ আব্দুল্লাহ।
সঙ্গীত সম্পর্কে শিল্পী আবু সুফিয়ান বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী হুজুর একজন আপোষহীন নেতা, যা আমরা বিভিন্ন সময় দেখতে পেরেছি। হুজুর ইস্তেকামাতের উপরে আছেন, তাই আল্লাহ হুজুরকে আরো তারাক্কি দান করবে। হুজুরের জন্য আমার সাধ্যানুযায়ী এই ক্ষুদ্র আয়োজন “যুগের কাণ্ডারি” শিরোনামে সংগীতের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করেছি। আল্লাহ তায়ালা হুজুরকে নেক হায়াত দান করুন। আমীন।
পাঠকদের জন্য সংগীতের লিরিক তুলে ধরা হলো।
যুগের নাবিক তুমি, বিপ্লবী, বিদ্রোহী
আল্লামা জুনায়েদ বাবুনগরী
দ্বীনের নকিব তুমি, আসলাফের অনুগামী
ফেরি করো সদা নিয়ে জ্ঞানের তরী
ময়দানে মহাবীর, হক পথে উঁচু শির
হাদিসের মসনদে সুর লহরী
জমদূত শাতিমের সৈনিক রাসূলের
ইসলাম ও ঈমানের তুমি প্রহরী।
তুমি বাতিলের আতঙ্ক
তুমি দালালের শত্রু
তুমি মুমিনের আনন্দ
তুমি সততার মিত্র…
হেফাজত চলাকালে তাগুতের কারাগারে
অবিচারে ছিলে তুমি মাস তিন
জালিমের রোষানলে রিমান্ডে একাধারে
নিপীড়ন সয়েছিলে রাত-দিন
ছাড়া পেয়ে থামোনি, করে গেছো করণী
হয়ে গেছো তুমি আরো নির্ভীক
সেদিন থেকেই মোরা পেয়েছি শ্রেষ্ঠ সেরা
উমরের মতো নেতা ঠিক ঠিক-
এ যুগের কাণ্ডারী উম্মাহর রাহবার
আল্লামা জুনায়েদ বাবুনগরী…
সেদিনের দালালেরা জ্বলে পুড়ে আজ তারা
শোধ নিলো, ফের তুমি হলে মাযলুম
মানুষের দিলে তুমি, তব নামে সবে চুমি
দেয়, ইতিহাসে ওরা চির মাহরুম,
ত্বলাবায়ে তাওহীদ জেগে আছি ভেঙে নিঁদ
তোমার ডাকে সাড়া দিবে নিশ্চিত
সীসাঢালা প্রাচীরের কর্মীরা প্রস্তুত
কেঁপে যাবে আজ তবে বাতিলের ভিত-
সামনে এগিয়ে চলো, দালালকে পায়ে দলো
আল্লামা জুনায়েদ বাবুনগ