
করোনায় আক্রান্ত হলেন, বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার অংশই প্রু মারমা। নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ এসেছে বলে জানান বান্দরবান হাসপাতলে আইসোলেশন সেন্টারের প্রধান ডাক্তার প্রত্যুষ পাল।
মঙ্গলবার (০৭ জুলাই) সন্ধ্যায় বান্দরবানের সিভিল সার্জন ডাক্তার অংশই প্রু মারমা করোনা পজিটিভ এসেছে বলে জানান ডাক্তার প্রত্যুষ পাল।
ডাক্তার অংশই প্রু মারমা এতদিন হোম কোয়ারেন্টিনে ছিলেন। করোনা পজিটভ আসার পর তিনি আইসোলেশন আছেন।
উল্লেখ্য যে, ইতিপূর্বে বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলাম, বান্দরবান আসনের সংসদ সদস্য ও পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত হয়েছিলেন। এছাড়া বান্দরবানে রেড জোন এর আওতায় এখনো কঠোরভাবে লকডাউন চলছে ।