
মৌলভীবাজারে কুলাউড়ায় দুই পুলিশ সদস্যসহ নতুন করে আরও চারজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক।
এনিয়ে এই উপজেলায় করোনা রোগী শনাক্ত হলেন মোট ৬ জন।
রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮ জনের করোনা পজিটিভ আসে। যাদের মধ্যে ছয় জনই মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার।
এর আগে একই উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ২২ এপ্রিল। সেদিন কুলাউড়ায় দুইজনের মধ্যে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়। যাদের মধ্যে কুলাউড়া থানা পুলিশের এক সদস্য ও স্থানীয় ৬০ বছর বয়সী এক নারী ছিলেন।
জানা যায়, গত ২২ এপ্রিল এক পুলিশ সদস্য এবং কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের ৬০ বছরের এক নারীর করোনা শনাক্ত হওয়ার পর থানার ১৭ জন পুলিশ সদস্যকে এবং ওই নারীর পরিবারের ৬ সদস্যকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। কোয়ারেন্টিনে থাকা সকলের নমুনা সংগ্রহ করে সিলেটে পাঠায় উপজেলায় স্বাস্থ্য বিভাগ।
তাদের মধ্যে কোয়ারেন্টিনে থাকা কুলাউড়ায় কর্মরত ১৭ জন পুলিশ সদস্যের মধ্যে ২ জন এবং আক্রান্ত ওই নারীর স্বামী ও তার ১৬ বছরের নাতনির করোনা পজেটিভ রিপোর্ট আসে।