
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুজতবা শাহরিয়ার নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
তিনি বেসরকারি দি সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।
রোববার (২৬ এপ্রিল) ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, মুজতবা শাহরিয়ার বেশ কিছুদিন সর্দি কাশি এবং জ্বরে ভুগছিলেন। করোনা সন্দেহে দুবার পরীক্ষা করেছিলেন। কিন্তু দুবারই ফলাফল নেগেটিভ আসে। পরে পরিস্থিতির অবনতি হলে শনিবার (২৫ এপ্রিল) সর্দি কাশি এবং জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। আবারও পরীক্ষা করা হয়।
প্রাথমিকভাবে চিকিৎসকরা জানান, উনি করোনাভাইরাসে আক্রান্ত। পাশাপাশি পরিবারকে আক্রান্তের সঙ্গে সাক্ষাৎ না করার পরামর্শ দেন। কিন্তু চূড়ান্ত রিপোর্ট আসার আগেই রোববার সকালে মৃত্যুবরণ করেন শাহরিয়ার।
পরে বাদ জোহর তালতলা কবরস্থানে মরদেহ দাফন করা হয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে করোনা রোগী দাফনের বিশেষজ্ঞ দল।