
মঙ্গলবার ব্রিটেনে একদিনে সর্বোচ্চ ৪ হাজার ৪১৯ জনের মৃত্যু হয়েছে।
মৃতের সংখ্যা বৃদ্ধির কারণ রয়েছে। কারণ যুক্তরাজ্যই প্রথম হাসপাতাল, নার্সিং হোম, ক্লিনিক ও বাসায় মারা যাওয়া সব মৃত্যুর হিসাব করে তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় ২ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত যারা মারা গেছেন, সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার মারা যাওয়া চার হাজার ৪১৯ জনের মধ্যে ৩০ শতাংশ হাসপাতালে মারা গেছেন। বাকি ৭০ শতাংশ বাসা ও অন্যান্য স্থানের।
করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের ২৬ হাজারেও অধিক মানুষের মৃত্যু হয়েছে। যা ইউরোপের মধ্যে দ্বিতীয়।
যুক্তরাজ্যের উপরে রয়েছে শুধুমাত্র ইতালি। এখন পর্যন্ত যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে ২৬ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে। তবে যুক্তরাজ্যের হাসপাতালগুলোর হিসেব অনুযায়ী, এ সংখ্যা ২১ হাজার ৬৭৮ জন।