
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান মারা গেছেন।
বৃহস্পতিবার বিকেলে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আনিসুজ্জামানের ছোট ভাই আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকরা রাতে তার শরীর থেকে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করেন। এতে তার করোনা পজেটিভ ধরা পড়ে। রাতে লাশ মর্গে থাকবে, সকালে পরিবারকে বুঝিয়ে দেয়া হবে।
তার লাশ বাংলা একাডেমিতে নেয়াসহ অন্যান্য কর্মসূচি বাতিল করা হয়েছে।
প্রাথমিকভাবে রাজধানীর আজিমপুরে অধ্যাপক আনিসুজ্জামানের বাবার কবরের পাশে তাকে দাফনের সিদ্ধান্ত হয়েছিল। তবে তা পরিবর্তিত হতে পারে বলে জানানো হয় পরিবারের পক্ষ থেকে।
এর আগে গত ৯ মে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল থেকে সিএমএইচ এ ভর্তি করা হয়।