
সিলেটে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন ওয়ার্ড যুবলীগ সভাপতি শামীম আহমদ।
এসময় তার ভাই শাহীন আহমদকেও আটক করা হয়েছে।
র্যাব সদস্যরা শুক্রবার ভোররাতে তাকে শেখঘাটস্থ বাসা থেকে গ্রেপ্তার করে।
থানায় হস্তান্তরের পর বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তাদের দুইজনের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা রয়েছে বলে জানান ওসি সেলিম মিয়া।
শামীম আহমদ সিলেট নগরীর ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
গোপন সংবাদের ভিতিত্তে র্যাবের একটি দল ভোররাতে তার বাসায় অভিযান চালায়। এ সময় অস্ত্র সহ বাসা থেকে শামীম ও তার ভাই শাহীন আহমদকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া জানিয়েছেন- রাতে আটক করার পর শুক্রবার সকাল ১১ টার দিকে থানায় হস্তান্তর করা হয়েছে।