
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটুক্তির অভিযোগে শেরপুরে মনির হোসেন নামে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এরপর কোর্ট পুলিশ তাকে কারাগারে স্থানান্তর করে।
সোমবার ওই ছাত্রকে আটক করে পুলিশ। সে শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ডিগ্রীতে অধ্যয়নরত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দল্লাহ আল মামুন
মনির সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের মুন্সিরচর গ্রামের মৃত বুর্জত আলীর ছেলে।