
দিনাজপুরের বিরামপুর উপজেলায় অ্যালকোহল পানে স্বামী-স্ত্রীসহ ১০ জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- বিরামপুর পৌর এলাকার মাহমুদপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আ. মতিন (২২), সুলতান আলীর ছেলে মহসীন আলী (২৭), তোজাম্মেলের ছেলে আজিজুল (৩০), হঠাৎপাড়া মহল্লার স্বামী শফিকুল (৫৫) ও স্ত্রী মঞ্জুয়ারা (৩৫), মাহমুদপুর গ্রামে আ. আজিজের ছেলে সোহেল রানা (৩০), আবুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন (৪২), আ. খালেকের ছেলে আবদুল আলীম (৪০) এবং ইসলামপাড়ার তাপস বাক্সির ছেলে অমৃত্যু বাক্সি (২৪) ও কাজীপাড়া মহল্লার ইসরাফিলের ছেলে আনোয়ার হোসেন (৪২)।
জানা গেছে, মঙ্গলবার নেশা করার অ্যালকোহল পান করেন তারা। সন্ধ্যা থেকে তারা অসুস্থবোধ করলে বুধবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে একে একে ১০ জনের মৃত্যু ঘটে।
স্পিরিট পানকারী আরও ছয়জন দৃষ্টিশক্তি হারিয়েছেন।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, সার্কেল এএসপি মিথুন সরকার ও বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে লাশগুলো থানা হেফাজতে নিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ঘটনায় পুলিশ এক হোমিও চিকিৎসককে আটক করেছে।
এরআগে মদ পানে রংপুরে গত ৩ দিনে ১০ জনের মৃত্যু হয়েছে। তারা রংপুরের পীরগঞ্জ, বদরগঞ্জ ও সদর উপজেলার।