
চীন-ভারত সীমান্তে উত্তেজনা তুঙ্গে। এরইমধ্যে ২৩ ভারতীয় সেনাকে হত্যা করেছে চীন। আহত হয়েছে শতাধিক ভারতীয় সেনা। তবে চীনের কোন সেনা হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায় বাংলাদেশ। এজন্য চীন-ভারতের উত্তেজনা প্রশমন চায় বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বুধবার গণমাধ্যমকে এসব কথা বলেছেন।
তিনি বলেন, ভারত ও চীন উভয়ে বাংলাদেশের খুব ঘনিষ্ঠ বন্ধু। সেই জন্যে আমরা এই দুই দেশের শান্তিপূর্ণ সহাবস্থান চাই।
‘আমরা আশা করি, দুই দেশ আলাপ-আলোচনা করে তাদের সমস্যা সমাধান করুক’। যোগ করেন মোমেন।
১৯৭৫ সালের পর এই প্রথম ভারতীয় সেনা হত্যা করলো চীন।