
| মুত্তাকী বিন মুনির
ফিলিস্তিনের করোনাভাইরাসে আক্রান্ত ৯১ জন রোগীকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ইবরাহিম মিলহাম।
তিনি বলেন, করোনায় আক্রান্ত হয়ে ইতোমধ্যে সেখানে ১ জনের মৃত্যু হয়েছে এবং ১৭ জন রোগী সম্পূর্ণভাবে সুস্থতা লাভ করেছে।
আজ শুক্রবার (২৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।
ইবরাহিম মিলহাম বলেন, ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথেলহাম শহরসহ অন্যান্য স্থানে এ ভাইরাসের আক্রান্তের সংখ্যা অধিক পাওয়া গেছে।
ফিলিস্তিন কর্তৃপক্ষ ভাইরাসটি থেকে সুরক্ষা পেতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান। সাথে সাথে রেস্তোঁরা, ক্যাফে, জিম, বিবাহ এবং পারস্পারিক সাক্ষাৎও বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভাইরাসের বিস্তার রোধে মুসলমানদের প্রথম কিবলাহ ও তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেরুজালেমের ওয়াকফ কমিটি।
সূত্র: রামাল্লা আল আখবারী এবং আল আরাবিয়া