রবিবার | ৭ ডিসেম্বর | ২০২৫

তুরস্ক বিরোধী কুর্দি সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে’কে আশ্রয় দিল ইরান; ক্ষেপেছে আঙ্কারা

তুরস্ক ও সিরিয়া যুদ্ধে তুরস্কের বিরুদ্ধে অবস্থানরত কুর্দি সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে’র সদস্যরা ইরানের মাটিতে আশ্রয় নিয়েছে বলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু বক্তব্য দেওয়ায় আঙ্কারার বিরুদ্ধে ক্ষেপেছে তেহরান। কুর্দি এই সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে’র অবস্থান নিয়ে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রয়েছে ইরান-তুরস্ক।

রোববার (২৮ ফেব্রুয়ারি) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্য মেনে না নিতে পেরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তুর্কি রাষ্ট্রদূত দারিয়া উরুসকে তলব করেছে।

এর প্রতিবাদ হিসেবে আঙ্কারায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকেও ডেকে পাঠিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

১৯৭৮ সালে প্রতিষ্ঠিত সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে তুরস্কের বিরুদ্ধে বিগত কয়েক দশক ধরে রক্তাক্ত হামলা চালিয়ে আসছে। তুরস্ক, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন পিকেকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img