বৃহস্পতিবার | ১০ জুলাই | ২০২৫

তালেবান প্রতিশ্রুতি রক্ষা করলে তাদের সঙ্গে কাজ করবে আমেরিকা: ব্লিনকেন

spot_imgspot_img

তালেবান সরকার প্রতিশ্রুতি রক্ষা করলে আমেরিকা তাদের সঙ্গে কাজ করবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

তিনি বলেন, তালেবান সরকার প্রতিশ্রুতি রক্ষা করলে তাদের সঙ্গে কাজ করবে আমেরিকা।

বুধবার (৮ সেপ্টেম্বর) আফগান সংবাদমাধ্যম টোলো নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, আমেরিকা আফগানিস্তানে যা অর্জন করার কথা ছিল তা করেছে। মূল লক্ষ্য ছিল আল-কায়েদা দমন করা। ওই সংগঠনটিকে ব্যাপকভাবে প্রতিহত করা হয়েছে।

তিনি বলেন, আমেরিকা আফগানিস্তানের জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমেরিকা ভবিষ্যত সরকারের সঙ্গে কাজ করবে যদি তারা প্রতিশ্রুতি রক্ষা করে।

তালেবানের হাতে আফগান সরকারের দ্রুত পতনের বিষয়ে তিনি বলেন, আফগান নিরাপত্তা বাহিনীর অনেকে অবিশ্বাস্য সাহস এবং আসাধারণ আত্মত্যাগের সঙ্গে কাজ করেছে। কিন্তু একটি প্রতিষ্ঠান হিসেবে এটি ভেঙে পড়েছে এবং সরকার শেষ পর্যন্ত পালিয়ে গেছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img