প্রায় ১৫০০ হামাস যোদ্ধার লাশ পাওয়ার দাবি করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী। তাদের দাবি, ইসরাইলের অভ্যন্তরে এবং গাজা উপত্যকার আশেপাশে এসব যোদ্ধার লাশ পাওয়া গেছে।
ইসরাইলের সামরিক মুখপাত্র রিচার্ড হেচট সাংবাদিকদের বলেছেন, ইসরাইলী নিরাপত্তা বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকা সীমান্তে মোটামুটি নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে।
তিনি বলেন, গত রাত থেকে আমরা জানি যে কেউ ইসরায়েলের অভ্যন্তরে ঢুকতে পারেনি। তবে অনুপ্রবেশ এখনো ঘটতে পারে।
রিপোর্ট লেখা পর্যন্ত ইসরাইলী সংবাদমাধ্যম “টাইমস অব ইসরাইল” দাবি করেছে, হামাসের হামলায় এরই মধ্যে ইসরায়েলে নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সেখানেও বহু সংখ্যক মানুষ আহত হয়েছে।
সূত্র: আল জাজিরা