রবিবার | ৭ ডিসেম্বর | ২০২৫

মুসলিম নারীদের অধিকার হরণ করে বোরখা নিষিদ্ধ করছে শ্রীলঙ্কা

মুসলিম নারীদের অধিকার হরণ করে বোরখা ও এক হাজারের বেশি ইসলামিক স্কুলও বন্ধ করে দিচ্ছে শ্রীলঙ্কা সরকার।

শনিবার (১৩ মার্চ) শ্রীলঙ্কার জনসুরক্ষা মন্ত্রী সরথ বীরাসেকেরা এই ঘোষণা দেন।

তিনি কথিত দাবি করে বলেন, অতীতে আমাদের এখানে মুসলিম মহিলারা কখনই বোরখা পরতেন না। আমরা নিশ্চিতভাবে এটা নিষিদ্ধ করতে চলেছি। তার মতে, এটা ধর্মীয় গোঁড়ামির প্রতীক, যা বর্তমানে দেখা যাচ্ছে।

এছাড়াও মুসলিম বিদ্বেষী মনোভাব নিয়ে তিনি বলেন, হাজারেরও বেশি মাদরাসা বন্ধ করার পরিকল্পনা নিয়েছে তার দেশের সরকার। জাতীয় শিক্ষা নীতি লঙ্ঘনের কথিত অভিযোগ তোলা হচ্ছে মুসলিমদের ওই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কায় মুসলিম মহিলাদের মুখমণ্ডল ঢাকা পোশাক নিষিদ্ধ করতে ইতিমধ্যেই কাগজপত্রে সই করে ফেলেছে মন্ত্রী।

শ্রীলঙ্কার মন্ত্রিসভায় অনুমোদন মিললেই বোরখা পরা নিষিদ্ধ হয়ে যাবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img