সোমবার | ৮ ডিসেম্বর | ২০২৫

বিজেপি সরকার কোনও কাজ না করে শুধু হামলা করে: মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি সরকারের সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের সরকার সব কাজ করেছে। বিজেপি সরকার কোনও কাজ না করে শুধু হামলা, কুৎসা ও অপপ্রচার করে।

বুধবার (১৭ মার্চ) আসন্ন রাজ্য নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে দলীয় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মমতা বলেন, বিজেপি বাইরে থেকে এক হাজার নেতা-মন্ত্রী নিয়ে এসেছে। আম্ফান দুর্যোগের সময়ে ওদের টিকি দেখা যায় না। যখন মাওবাদী আন্দোলন হয়েছিল টিকি দেখা যায়নি। মানুষ যখন মারা যায় টিকি দেখা যায় না। হাতির পাল যখন মানুষের জীবন কেড়ে নেয় তখন টিকি দেখা যায় না। জঙ্গলমহলে যখন বাঘ বেরোয় তখন টিকি দেখা যায় না। এখন নির্বাচনের সময়ে ওরা টাকা বিলোতে আর মিথ্যে কথা বলতে এসেছেন।

তিনি বলেন, ওদের বিদায় দিন, মানুষকে বাঁচতে দিন। চাই না, চাই না বিজেপিকে চাই না। চাই না, চাই না দাঙ্গাবাজদের চাই না। চাই না, চাই না ধান্দাবাজদের চাই না। চাই না, চাই না জোচ্চোরের কারখানা চাই না। চাই না, চাই না বিজেপির লবডঙ্কা চাই না। অত্যাচারী, ভণ্ডামি, কুৎসা, অপপ্রচার চাই না।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img