রবিবার | ৭ ডিসেম্বর | ২০২৫

হঠাৎ করেই আফগানে গিয়ে ঘানিকে যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

পূর্ব ঘোষিত কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে আফগানিস্তানে গিয়ে মার্কিন মদদপুষ্ট কাবুলের আশরাফ ঘানি সরকারকে যুদ্ধ বন্ধ করতে আহ্বান জানিয়েছেন আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নেওয়ার পর তার প্রশাসনের কোনো মন্ত্রী এই প্রথমবারের মতো আফগানিস্তান সফর করছেন।

রোববার (২১ মার্চ) আফগানের রাজধানী কাবুলে তিনি এই সফর করেন।

আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ঘানির সঙ্গে সাক্ষাতকালে আফগান সরকার ও তালেবানের মধ্যকার যুদ্ধ বন্ধের আহ্বান জানান। আফগানিস্তান থেকে অবশিষ্ট মার্কিন সেনাদের প্রত্যাহারের জন্য নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগে হঠাৎ করেই তিনি আফগানিস্তান সফরে গেলেন।

আফগানিস্তান থেকে আমেরিকার সেনাদের সরিয়ে নেওয়ার বিষয়ে গত বছরের ফেব্রুয়ারিতে তালেবানের সঙ্গে একটি শান্তিচুক্তি করেছিলেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওই চুক্তির শর্ত অনুযায়ী ১ মের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনাকে সরিয়ে নেওয়ার কথা রয়েছে।

তবে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে ১ মের সময়সীমা মেনে চলা কঠিন হয়ে যেতে পারে।

এর প্রতিক্রিয়ায় তালেবানের শান্তি আলোচনা দলের সদস্য সুহেইল শাহিন বলেন, ১ মের পরেও আফগানিস্তানে মার্কিন সেনা থাকলে, সেটি চুক্তির শর্ত ভঙ্গের শামিল হবে। তাদের পক্ষ থেকে চুক্তি ভঙ্গ করা হলে তার প্রতিক্রিয়া জানানো হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img