ফিলিস্তিনের গাজা উপত্যকার অঞ্চলে হামাসের অবস্থান লক্ষ্য করে পুরো রাত হামলা চালিয়েছে ইসরায়েলের সেনারা।
আজ বুধবার (২৪ মার্চ) গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।
গণমাধ্যম সুত্রে জানা যায়, রাত আড়াইটার পর থেকে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামাসের অবস্থান লক্ষ্য করে
অবৈধ রাষ্ট্র ইসরাইলী সেনারা অবিরত হামলা চালিয়েছে। এদিকে আজ ভোরে এক বিবৃতিতে গাজায় হামলার ঘটনার খবর জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।
গাজা থেকে নিক্ষিপ্ত অগ্নিবোমার জবাবে হামাসের রকেট উৎপাদনস্থলে ও একটি সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান ও হেলিকপ্টার দিয়ে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরাইলী সেনাবাহিনী।
ফিলিস্তিনের সংবাদ সংস্থা মানের সূত্র মতে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে পাঁচটি ক্ষেপণাস্ত্রের হামলা করা হয়। গাজা উপত্যকার প্রধান কেন্দ্রের দায়ের আল বালাহকে লক্ষ্য করেও হামলা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।










