শুক্রবার | ১৬ জানুয়ারি | ২০২৬
spot_img

ইসরাইলি প্রেসিডেন্টের তুর্কি সফরের প্রতিবাদে ইস্তাম্বুলে বিক্ষোভ মিছিল

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের আসন্ন তুরস্ক সফরের প্রতিবাদে দেশটির সবচেয়ে জনবহুল শহর ইস্তাম্বুলে প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইসরাইলি প্রেসিডেন্টের সফরের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা বলেছেন, ফিলিস্তিনি শিশু হত্যাকারীদের তারা স্বাগত জানাতে প্রস্তুত নন।

বিক্ষোভকারীরা ইসরাইলি কর্মকর্তাদেরকে হত্যাকারী আখ্যায়িত করে ফিলিস্তিন থেকে চলে যাওয়ার জন্য স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়া লোকজনের হাতে বহুসংখ্যক ব্যানার-ফেস্টুন দেখা গেছে যাতে লেখা ছিল “আমরা ইসরাইলের প্রেসিডেন্ট আইজাক হারজগকে তুরস্কে দেখতে চাই না।”

একজন বিক্ষোভকারী বলেন, ইসরাইল হচ্ছে একটি সন্ত্রাসী রাষ্ট্র। আমরা ইসরাইলের প্রেসিডেন্টকে তুরস্কে দেখতে চাই না।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ