বাংলাদেশের পারমাণবিক চুল্লির জন্য আরো সরঞ্জাম পাঠিয়েছে রাশিয়া
রাশিয়ার এইএম-টেকনলজিসের পেত্রোজাভোদস্কমাস শাখা বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর জন্য প্রধান সার্কুলেশন পাম্পের হাউজিং পাঠানো শুরু করেছে। এসব সরঞ্জাম সড়ক পথে সেন্ট পিটার্সবার্গে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে জাহাজে করে বাংলাদেশের বন্দরে পাঠানো হবে। গত ১৪ অক্টোবর জিও-পদলস্ক (অটোমেনেরগোমাস-এর অংশ) জানায় যে, তারা রূপপুর প্লান্টের ইউনিট-২ এর...